অবৈধভাবে বসবাসকারী ৩৯জন বাংলাদেশীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

অবৈধ পথে আমেরিকা এসে বিভিন্ন রাজ্যে বসবাসকারী ৩৯জন বাংলাদেশীকে সামরিক বিমান সি-৭ এ করে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র । বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে শনিবার সকাল তারা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন । বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
ফেরত পাঠানোর এই প্রক্রিয়াটি সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, মোট ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত ৩৯ জনকে বহনকারী বিমানটিই ঢাকা পৌঁছেছে।
এর আগে ধাপে ধাপে শতাধিক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়। মার্কিন প্রশাসনের এ ধরনের পদক্ষেপ দেশটিতে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য একটি কঠোর বার্তা।