‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ চিরকুটে লিখেছিলেন র্যাব কর্মকর্তা

চট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা র্যাব কর্মকর্তা পলাশ সাহার (৩৭) মরদেহের পাশেই পড়ে ছিল একটি চিরকুট। সেটির শুরুর লাইনেই নিজের মৃত্যুর দায় নেওয়ার কথা বলেছেন তিনি। সংক্ষিপ্ত চিরকুটটি মূলত পরিবারের সদস্যদের উদ্দেশেই লেখা। আজ বুধবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেটি ঘুরে বেড়িয়েছে। তরুণ র্যাব কর্মকর্তা কেন এমন সিদ্ধান্ত নিলেন, এ নিয়ে ছিল আলোচনা। মেধাবী এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা।
গোপালগঞ্জ জেলার বাসিন্দা পলাশ সাহা ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দিয়েছিলেন। র্যাবে তিনি সহকারী পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন। আজ বুধবার দুপুরে নগরের চান্দগাঁও ক্যাম্পে অভিযানের প্রস্তুতি চলছিল। এ জন্য নিজের কক্ষে যান তিনি। এ সময় সহকর্মীরা গুলির শব্দ শুনে ছুটে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তাঁকে। নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে পলাশ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে র্যাব কর্তৃপক্ষ। তাঁর রক্তাক্ত মরদেহের পাশেই পড়ে ছিল চিরকুটটি। কী লেখা ছিল সেই চিরকুটে? র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের সদস্যদের উদ্দেশেই শেষ কথাগুলো বলে গেছেন তিনি।
চিরকুটে নিজের স্ত্রী ও মাকে সম্বোধন করে কিছু কথা বলেছেন তিনি। তার আগে নিজের মৃত্যুর দায় নিজেই নিয়েছেন। ভাই ও বোনকে অনুরোধ করেন মাকে দেখে রাখার। চিরকুটের হস্তাক্ষর পলাশ সাহার বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে র্যাব।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার উত্তর জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে পলাশ সাহার পরিবারের সদস্যদের উদ্দেশে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। সকালে পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে তিনি কথাও বলেছেন। এরপরই এমন ঘটনা ঘটল। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করতে পারেন। নিহত র্যাব কর্মকর্তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।