রোববার   ০৫ অক্টোবর ২০২৫ , ১৯ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তরপশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টায় নিম্নচাপটির অবস্থান ছিল—চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৬৯৫ কিলোমিটার, মোংলা থেকে ৫২৫ কিলোমিটার এবং পায়রা থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম দিকে সরে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল নাগাদ ভারতের দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য দেখা দিচ্ছে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এতে সংশ্লিষ্ট এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়