রেকর্ড গড়া সেঞ্চুরি, তামিমকে ছাড়িয়ে মুশফিক
মাইলফলক উদযাপনে অনেক সময়ই অনেক কিছু করতে দেখা যায় মুশফিকুর রহিমকে। তবে এবারের মতো খ্যাপাটে উদযাপন মনে হয় কমই দেখা গেছে আগে! কেন এমন উদযাপন, তা হয়তো মুশফিক জানাতে পারেন দিন শেষে। তবে ইনিংসটি তার কাছে স্মরণীয় হয়ে থাকবে নিশ্চিতভাবেই। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ধৈর্য, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা আর স্কিলের মিশেলে দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।
শনিবার, ২৪ আগস্ট ২০২৪, ২০:১৮