মধ্যরাতে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২টার পর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালে যান। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসক বলেন, “বৃহস্পতিবার সকালে মেডিকেল বোর্ড পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেবে।”
এর আগে গত ২৮ আগস্টও খালেদা জিয়া একই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন। সেদিন রাতেই তিনি বাসায় ফিরে আসেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।