রোববার   ০৫ অক্টোবর ২০২৫ , ১৯ আশ্বিন ১৪৩২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই, একা বাড়ি ফিরলেন বর!

গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই, একা বাড়ি ফিরলেন বর!

সাজানো গাড়ি ছুটে যাচ্ছিল মুন্সিগঞ্জের পথে। চারপাশে ঢাক–ঢোল নেই বটে, কিন্তু বর মুরাদ বেপারীর মুখে ছিল আনন্দের আলো—অবশেষে সুমাইয়া আক্তারকে তিনি ঘরে আনছেন, সাত মাস আগের কাবিন আজ আনুষ্ঠানিক রূপ পেয়েছে।

রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় পৌঁছাতেই হঠাৎ ঘটে যায় অঘটন। কয়েকটি মোটরসাইকেল এসে সামনে দাঁড়ায়। গাড়ি থামে, মুহূর্তেই চারপাশে উত্তেজনা। এর আগেই দু’পক্ষের মধ্যে খাবার নিয়ে ঝগড়া হয়েছিল, কিন্তু এমন পরিণতি কেউ কল্পনাও করেনি।

নিজেদের কনের ভাই পরিচয় দিয়ে কয়েকজন এগিয়ে আসে। তাঁরা জোরপূর্বক নববধূ সুমাইয়াকে গাড়ি থেকে নামিয়ে নেয়। কনের আর্তচিৎকার মুহূর্তেই মিলিয়ে যায় মোটরসাইকেলের শব্দে। হতভম্ব হয়ে যান বর ও তাঁর সঙ্গে থাকা স্বজনেরা।

চোখের সামনে নববধূকে হারিয়ে একা ফিরে আসতে হয় মুরাদকে। গাড়ির ভেতর স্তব্ধ নীরবতা, সবার মনে একটাই প্রশ্ন—বিয়ের আনন্দ কীভাবে মুহূর্তেই এমন দুঃস্বপ্নে পরিণত হলো?

গ্রামের চায়ের দোকান থেকে উঠোনে—সর্বত্র ছড়িয়ে পড়ে এই খবর। কেউ বলে "পরিবারের ঝামেলার ফল", কেউ বলে "এ তো একেবারে সিনেমার মতো ঘটনা"।

এখন স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কিন্তু যে বরের ঘরে আজ ঢাকের আওয়াজে কনে প্রবেশ করার কথা ছিল, তিনি ফিরেছেন শূন্য হাতে, একা। আর গ্রামের মানুষ এই অদ্ভুত বিয়ের গল্প শুনে হতবাক।

সর্বশেষ

জনপ্রিয়