শনিবার   ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১

আন্তর্জাতিক বিভাগের সব খবর

ট্রাম্পকে ওপর হামলা করা বন্দুকধারী রিপাবলিকান পার্টির ভোটার

ট্রাম্পকে ওপর হামলা করা বন্দুকধারী রিপাবলিকান পার্টির ভোটার

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় এ ঘটনা ঘটে। তখন নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছিলেন ট্রাম্প। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি করেন ক্রুকস। গুলি করার পরপরই ট্রাম্প মঞ্চে বসে পড়েন। তাঁর ডান কান দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। গোয়েন্দা সংস্থার সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন এবং দ্রুত গাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় ট্রাম্পকে।

রোববার, ১৪ জুলাই ২০২৪, ১৬:১৪

গুপ্তঘাতকের গুলিতে নিহত ৪ মার্কিন প্রেসিডেন্ট, হত্যাচেষ্টার শিকার ৮ জন

গুপ্তঘাতকের গুলিতে নিহত ৪ মার্কিন প্রেসিডেন্ট, হত্যাচেষ্টার শিকার ৮ জন

পেনসিলভানিয়ায় শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়েছে। কেবল ট্রাম্পই নন, বেশ কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্টও এর আগে হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত চারজন মার্কিন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এরা হলেন আব্রাহাম লিঙ্কন (১৮৮৬), জেমস এ গারফিল্ড(১৮৮১), উইলয়াম ম্যাকিনলে (১৯০১) এবং জন এফ কেনেডি (১৯৬৩)। এছাড়া হত্যার চেষ্টাও করা হয়েছিল আরও বেশ কয়েকজনকে। তবে তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন।

রোববার, ১৪ জুলাই ২০২৪, ১১:১৮

গুপ্তঘাতকের গুলিতে নিহত ৪ মার্কিন প্রেসিডেন্ট, হত্যাচেষ্টার শিকার

গুপ্তঘাতকের গুলিতে নিহত ৪ মার্কিন প্রেসিডেন্ট, হত্যাচেষ্টার শিকার

পেনসিলভানিয়ায় শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়েছে। কেবল ট্রাম্পই নন, বেশ কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্টও এর আগে হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত চারজন মার্কিন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এরা হলেন আব্রাহাম লিঙ্কন (১৮৮৬), জেমস এ গারফিল্ড(১৮৮১), উইলয়াম ম্যাকিনলে (১৯০১) এবং জন এফ কেনেডি (১৯৬৩)। এছাড়া হত্যার চেষ্টাও করা হয়েছিল আরও বেশ কয়েকজনকে। তবে তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন।

রোববার, ১৪ জুলাই ২০২৪, ১১:১৭