সোমবার   ২০ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩, ২০ অক্টোবর ২০২৫

আপডেট: ০১:৩৪, ২০ অক্টোবর ২০২৫

জগন্নাথের ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রী আটক

জগন্নাথের ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে এক ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার রাত ১১টার পর পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের একটি ভবন থেকে ওই ছাত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ।

লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, “তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।”

এর আগে ওই ভবনের পঞ্চম তলায় বসবাসকারী ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদের প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কারণ, এই ভবনের তৃতীয় তলার সিঁড়ি থেকেই সন্ধ্যায় জুবায়েদের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র এবং ছাত্রদল নেতা ছিলেন। তিনি ওই ছাত্রীকে গণিত ও বিজ্ঞান পড়াতেন বলে জানা গেছে।

রাত ১১টা পর্যন্ত জুবায়েদের লাশ ঘটনাস্থলেই ছিল। পরে পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং লাশটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।

হত্যার খবর ছড়িয়ে পড়লে জুবায়েদের সহপাঠী ও ছাত্রদল নেতাকর্মীরা নূর বক্স লেনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন।

রাত পৌনে ১১টার দিকে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা তাঁতীবাজার এলাকায় প্রধান সড়ক অবরোধ করে হত্যার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। প্রায় এক ঘণ্টা অবরোধের পর তারা মিছিল নিয়ে বংশাল থানার সামনে অবস্থান নেন এবং ‘আমার ভাই মর্গে, খুনি কেন বাহিরে’, ‘বিচার চাই, বিচার চাই’সহ নানা স্লোগান দেন।

পুলিশ জানায়, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত চলছে। আলামত জব্দ করা হয়েছে, এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ