বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫ , ১ কার্তিক ১৪৩২

চট্টগ্র্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) একটি কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিইপিজেডের ৫ নম্বর ব্লকে অবস্থিত অ্যাডামস ক্যাপ নামের কারখানায় এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, ওই কারখানায় হাসপাতালের ব্যবহারের যন্ত্রপাতি তৈরি হতো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বহুতল কারখানার ওপরের তলায় আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কারখানায় ঠিক কত শ্রমিক ছিলেন এবং কেউ আটকা পড়েছে কি না, তা এখনো জানা যায়নি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন জানান, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়