সোমবার   ২০ অক্টোবর ২০২৫ , ৫ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ২০ অক্টোবর ২০২৫

ভোটের সময় ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রাখার প্রস্তাব

ভোটের সময় ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রাখার প্রস্তাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রাখার প্রস্তাব উঠেছে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি বৈঠকে।

সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের পরিকল্পনা ছিল ভোটের আগে তিন দিন, ভোটের দিন এবং পরের দিনসহ মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। কিন্তু আজকের বৈঠকে আট দিন রাখার প্রস্তাব এসেছে। বিষয়টি এখন পর্যালোচনায় রয়েছে।”

ইসি সূত্র জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে—রোজার আগে—ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে আট দিন এবং একাদশ সংসদ নির্বাচনে দশ দিন মাঠে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সচিব আখতার আহমেদ আরও জানান, এবারের বৈঠকে কোনো ধরনের শঙ্কা বা উদ্বেগের কথা ওঠেনি। “আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছুই বাজেট বরাদ্দের ওপর নির্ভর করবে,” বলেন তিনি।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপব্যবহার রোধে নজরদারি জোরদার এবং ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাবও আসে। পাশাপাশি পুলিশের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই প্রস্তুতি বৈঠক।

সর্বশেষ