মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫ , ১৬ আষাঢ় ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ১ মার্চ ২০২৪

আপডেট: ১৯:৫৮, ১ মার্চ ২০২৪

বাংলাদেশি চিকিৎসক নেবে মালদ্বীপ

বাংলাদেশি চিকিৎসক নেবে মালদ্বীপ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালদ্বীপ সরকারিভাবে বাংলাদেশ থেকে  চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যে সকল হাসপাতালগুলো রয়েছে সেগুলোর জন্য চিকিৎসক নেবে দেশটি।

পদ ও পদের সংখ্যা

বাংলাদেশ থেকে মোট ৭৬ জন চিকিৎসক নেবে মালদ্বীপ। এর মধ্যে রয়েছে ৫০ জন মেডিকেল অফিসার, গাইনোকোলজিস্ট ৫, অর্থোপেডিস্ট ২, সার্জন ৫,  রেডিওলজিস্ট ৩, শিশুরোগবিশেষজ্ঞ ২, ফিজিশিয়ান ৬ ও অ্যানেসথেটিস্ট ৩ জন।

যেভাবে আবেদন করবেন

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অব্যশই ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য তথ্যসহ বোয়েসেলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে একটি তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন।

আবেদনের শর্তসমূহ

প্রতিটি পদের বেতন ও অন্যান্য  যেসকল সুযোগ-সুবিধা, দায়িত্ব, চাকরির চুক্তি, অভিজ্ঞতা ও চাকরির শর্ত এসব কিছুর বিস্তারিত বোয়েসেলের ওয়েবসাইটে পাওয়া যাবে। চাকরির শর্তগুলো পড়ে আগ্রহী প্রার্থীদের অবশ্যই আবেদন করতে হবে।

যাওয়ার খরচ

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের সার্ভিস চার্জ ও আনুষঙ্গিক খরচসহ মোট ৫৬ হাজার ৩৫০ টাকার পে–অর্ডার বোয়েসেলে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২ মার্চ ২০২৪।

সর্বশেষ

জনপ্রিয়