মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১২:০২, ২৮ অক্টোবর ২০২৪

রেল স্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’! ১ জন বরখাস্ত

রেল স্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’! ১ জন বরখাস্ত

বাংলাদেশের কমলাপুর রেল স্টেশনের ‘ডিসপ্লে বোর্ড’-এ শনিবার ভোরে আচমকাই ভেসে ওঠে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বাংলাদেশ রেল। সাসপেন্ড করা হয়েছে এক ইঞ্জিনিয়রকে।

ঘটনাটি শনিবারের। বাংলাদেশের কমলাপুর রেল স্টেশনের প্রবেশ পথে একটি ‘ডিসপ্লে বোর্ড’ বসানো ছিল। ৫টা ৫৬ মিনিট থেকে ৫টা ৫৮ মিনিট পর্যন্ত দু’মিনিট ধরে ‘ডিসপ্লে বোর্ডে’ ভেসে ছিল সেই স্লোগান। রবিবার বাংলাদেশের রেল মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। 

শনিবারের এই ঘটনায় ঢাকা রেল পুলিশ থানায় মামলাও রুজু হয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে চিহ্নিত করেছে।

রেল কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন “ভোর আনুমানিক ০৫:৫৬ থেকে ০৫:৫৮ ঘটিকার মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়েছে।”

রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই ঘটনার পর বৈদ্যুতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইন-চার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।” একই সাথে, রেলওয়ে বিভাগের একজন নিরাপত্তা কর্মীকে দায়িত্বে অবহেলার অভিযোগে ভৈরবে বদলি করা হয়েছে।

ঘটনা তদন্ত করার জন্য বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহবায়ক করে ৪-সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।

প্রেস রিলিজে বলা হয়েছে, “রেলওয়ে পুলিশ সুপার ঢাকাকে বিষয়টি অবহিত করে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।”

উল্লেখ্য, প্রায় তিন মাস হতে চলল বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে। গত ৫ অগস্ট বাংলাদেশ ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব রয়েছে অন্তর্বর্তী সরকারের উপর। আওয়ামী লীগের সরকারের পতনের আগে প্রায় দু’মাস ধরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলেছে। প্রথমে কোটা সংস্কার আন্দোলন, যা পরবর্তী পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপ নিয়েছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ কার্যত কোনঠাসা। সম্প্রতি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লিগকেও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

এমন এক পরিস্থিতিতে রেল স্টেশনের ‘ডিসপ্লে বোর্ড’-এ আওয়ামী লিগের সমর্থনে স্লোগান ভেসে ওঠায় বেশ বিব্রত রেল কর্তৃপক্ষ। কিছু ক্ষণের মধ্যেই তা নজরে আসে রেল কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে ওই ‘ডিসপ্লে বোর্ড’ বন্ধ করে দেওয়া হয়। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। ঘটনার নেপথ্যে কোনও অন্তর্ঘাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

সর্বশেষ

জনপ্রিয়