সোমবার   ২৪ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১

বিনোদন ডেস্ক:

প্রকাশিত: ১২:১৪, ১১ জানুয়ারি ২০২৫

ছবির শুটিং প্রিমিয়ার বাতিল, ঘর পুড়ে গেছে অনেক হলিউড তারকার

ছবির শুটিং প্রিমিয়ার বাতিল, ঘর পুড়ে গেছে অনেক হলিউড তারকার

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কবলে পড়ে ঘরছাড়া বহু হলিউড তারকা। দাবালনের কারণে বাতিল হয়েছে বেশ কিছু হলিউডের ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিংসহ নানান অনুষ্ঠান। জানা যাচ্ছে, এই ভয়াবহ দাবানলের কারণে প্যাসিফিক প্যালিসেডস এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। বহু হলিউড তারকাই সুন্দর এই পাহাড়ি এলাকায় কোটি কোটি মার্কিন ডলার খরচ করে বাড়ি বানিয়েছিলেন। এখন সেই সব বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী ম্যান্ডি মুর থেকে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিলটন। 

সংগীতশিল্পী ও ‘দিস ইজ আস’-এর অভিনেত্রী ম্যান্ডি মুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। মুর লিখেছেন, ‘আগুন থেকে বাঁচতে আমি আমার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে দ্রুত এলাকা ছেড়েছি।’ দাবানলে তার বসবাসের গোটা এলাকাটিই ধ্বংস হয়ে গেছে।

‘জুরাসিক ওয়ার্ল্ড’ তারকা ড্যানিয়েলা পিনেদার মতো হলিউডের তারকাও লস অ্যাঞ্জেলেসের এই দাবানলে তার বাড়ি হারানোর জন্য দুঃখ করেছেন। আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে, অভিনেত্রী লিখেছেন, ‘এটিই প্রথম বাড়ি যা আমি কিনেছিলাম।  আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আমি যা কিছু সঙ্গে নিতে পেরেছিলাম, তা হলো আমার কুকুর আর আমার ল্যাপটপ, এই টুকুই। বাকি সব হারিয়ে ফেলেছি। আর আমার কাছে শুধু এক জোড়া জুতা আছে।

গায়ক ও অভিনেত্রী প্যারিস হিলটনও এই ঘরহারাদের মধ্যে একজন, যার বাড়ি এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও, অভিনেত্রী এক নিউজ চ্যানেলে নিজের বাড়িটি আগুনে পুড়ে যেতে দেখে ভেঙে পড়েন। 

কমেডিয়ান, চলচ্চিত্র নির্মাতা বিলি ক্রিস্টাল নিশ্চিত করেছেন যে প্যাসিফিক প্যালিসেডসে তাদের পারিবারিক বাড়ি, যেখানে তিনি তার স্ত্রী জেনিস ও তাদের দুই মেয়ের সঙ্গে থাকতেন, সেটা সম্পূর্ণ পুড়ে গেছে।

দাবানলের কারণে নিজের এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন অস্কারজয়ী তারকা জেমি লি কার্টিসও। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, তাদের প্রিয় এলাকাটি শেষ হয়ে গেছে, যদিও তাদের বাড়িটা নিরাপদ আছে। তবে বহু অনেক মানুষ নিঃস্ব হয়ে গিয়েছেন।

এমি পুরস্কারজয়ী অভিনেতা জেমস উডস নিজের এক্স হ্যান্ডেলে দাবানলের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় অবস্থিত তার বাড়ির কাছের গাছপালা ও ঝোপঝাড় আগুনে পুড়তে দেখা যায়। সে সময় তিনি নিরাপদে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এছাড়াও হলিউডের অনেক তারকার ঘর পুড়ে গেছে এই আগুনে। গৃহহীন তারা। এই ভয়াবহ দাবানলের কারণে হলিউডের বহু ছবির প্রিমিয়ার, শুটিং, নানান অনুষ্ঠান স্থগিত হয়েছে। আগামী সপ্তাহে অস্কার মনোনয়নের তালিকা প্রকাশের আনুষ্ঠান ছিল সেটিও পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে।  

সর্বশেষ

জনপ্রিয়