বাংলাদেশের হারানো ২৮ মিলিয়ন শিক্ষার্থীর সন্ধান
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে এমন এক সংকটপূর্ণ সময় অতিক্রম করছে, যখন শিক্ষা খাতে এক গভীর বিপর্যয় স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিবছর প্রায় ৩ কোটি শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু শেষ পর্যন্ত স্নাতক ডিগ্রি অর্জন করে মাত্র ২০ লাখ। অর্থাৎ প্রায় ২৮ মিলিয়ন শিক্ষার্থী শিক্ষা যাত্রার মাঝপথেই হারিয়ে যায়, যা নিঃসন্দেহে একটি জাতীয় সংকট। "স্মার্ট এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ" গঠনের স্বপ্ন বাস্তবায়নে এই বাস্তবতা বড় বাধা।